• হৃদরোগে মৃত হাফিস সইদের সঙ্গী ভুট্টাভি! ২৬/১১ হামলায় কী ভাবে সন্ত্রাস চালিয়েছিল এই জঙ্গি?
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৪
  • মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দের সহযোগী হাফিজ আবদুল সালাম ভুট্টাভি মৃত্যু হল। ২৬/১১ হামলার অন্যতম চক্রী ছিলেন তিনি। ভুট্টাভির মৃত্যু নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিলেন।২০২৩ সালের মে মাসেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুর সময় ভুট্টাভি পাকিস্তানে জেলবন্দি ছিলেন বলে জানানো হয়েছে। লস্কর প্রতিষ্ঠাতা হাফিদ সৈয়দের অনুপস্থিতিতে সাংগঠনিক কাজকর্ম ভুট্টাভিই দেখতে বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে।এর আগে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমও পাক পঞ্জাব প্রদেশের একটি কারাগারে হাফিজ আবদুল সালাম ভুট্টাভির মৃত্যুর কথা জানিয়েছিল। গত ৩১ মে প্রতিবেদনে জানানো হয়েছিল যে মৃত্যুর পর মুরিদকেতে তার শেষকৃত্য সম্পন হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে প্রচুর সংখ্যক লস্কর সদস্য উপস্থিত ছিল বলেও সংবাদমাধ্যমটি দাবি করেছিল।পঞ্জাবের কাসুর জেলার পাটোকিতে ১৯৪৬ সালের অগস্ট মাসে জন্মগ্রহণ করেছিলেন লস্কর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আবদুল সালাম ভুট্টাভি। মুম্বইয়ে সন্ত্রাসী হামলার মূলচক্রী হাফিজ সৈয়দের ডেপুটি ছিলেন তিনি। সন্ত্রাসমূলক কাজকর্ম পরিচালনার জন্য ২০০২ সালে মাঝামাঝিতে লাহোরে লস্করের একটি সাংগঠনিক ঘাঁটি তৈরি করেছিলেন তিনি।রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী পরে জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার ভারপ্রাপ্ত প্রধান হয়েছিলেন ভূট্টাভি। ২৬/১১ হামলার জন্য ২০০৮ সালে নভেম্বর মাসে গ্রেফতার করা হয়েছিল মূলচক্রী হাফিজ সৈয়দকে। ২০০৯ সালের জুন মাস পর্যন্ত আটক রাখা হয়েছিল। সেই সময় হাফিজের অনুপস্থিতিতে লস্করের দায়িত্বও সামলেছিলেন ভূট্টাভি।২০১২ সালে রাষ্ট্রসংঘ হাফিজ সৈয়দের ডেপুটিকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলিকে অর্থ সাহায্যের অভিযোগ আনা হয়।জানা গিয়েছে, আন্তর্জাতিক চাপে পড়ে ২০১৯ সালে জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের অভিযোগ ভূট্টাভিকে গ্রেফতার করেছিল পাক সরকার। সেই সময় থেকেই পাক জেলে বন্দি জীবন কাটাচ্ছিলেন। গত বছর ২৯ মে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায়, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে গেলে, চিকিৎসকরা ভূ্ট্টাভিকে মৃত ঘোষণা করেছিলেন।সূত্রের খবর, ২০১৯ সাল থেকে পাকিস্তানের লাখপাট কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দ। ভূট্টাভির শেষকৃত্যে যোগদানের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু পাক পঞ্জাব প্রদেশ সরকার তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছিল।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)