• এগ রোল বিক্রেতা সুজিত বসু কোন মন্তরে হলেন ধনকুবের, জানতে চায় জনতা: সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ১২ জানুয়ারি ২০২৪
  • পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি ও পার্টি অফিসে ইডি হানার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন, যিনি এক সময় ঠেলায় করে এগ রোল বিক্রি করতেন তিনি কোটি টাকার মালিক হলেন কোন মন্তরে? সুজিত বসুর বিরুদ্ধে তাঁর শ্যালকের স্ত্রী ও তাঁর পরিবারকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।

    শুক্রবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে সুকান্তবাবু বলেন, ‘এলাকার বাসিন্দাদের অভিযোগ লোকটা আগে রাস্তায় দাঁড়িয়ে ঠেলা লাগিয়ে এগ রোল বিক্রি করতেন, সেই সুজিত বসু রাতারাতি কী ভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেলেন? সেটা তো মানুষের জানা দরকার’। পাশাপাশি তাঁর দাবি, ‘আমার কাছে খবর আছে, পুর দুর্নীতি করে সুজিত বসু তাঁর দুই শ্যালিকার চাকরি করে দিয়েছেন। পাশাপাশি ওই দুই পরিবারকে একাধিক সুবিধা পাইয়ে দিয়েছেন। আজ নির্দিষ্ট ইনফরমেশনের পরিপ্রেক্ষিতেই নিশ্চই আজ তদন্তে গিয়েছে ইডি। মনে করিয়ে দেন, তদন্তটা চলছে আদালতের নির্দেশে।

    শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়িতে যান ইডি আধিকারিকরা। তাঁদের বাড়িতে ঢুকতে প্রাথমিক বাধা দেন সুজিতবাবুর বাড়ির কেয়ারটেকার। তবে নথি দেখালে ঢুকতে দেওয়া হয় তাঁদের। সেই থেকে লাগাতার তল্লাশি চলছে সুজিত বসুর প্রাসাদ ও তার লাগোয়া পার্টি অফিসে।

    এদিন তল্লাশিতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় বাহিনী। ওদিকে বেলা বাড়তে সুজিত বসুর লেক টাউনের বাড়ির সামনে বাড়তে থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা। তাদের পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। মাথায় ছিল হেলমেট। হাতে ছিল লাঠি ও ঢাল। সঙ্গে আগ্নেয়াস্ত্র। এছাড়া টিয়ার গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেডও ছিল বাহিনীর জওয়ানদের কাছে।

    বেলা বাড়লে বাড়তে থাকে বাহিনীর সংখ্যাও। বেলা ১০টার পর CRPFএর ডেপুটি কম্যান্ডান্টের নেতৃত্বে এলাকায় রুট মার্চ শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সুজিত বসুর বাড়ি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আসে পাশে সমস্ত জটলা সরিয়ে দেন তাঁরা। কেউ অকারণে রাস্তার পাশে বসে থাকলে তাঁকে রীতিমতো ধমক দেন বাহিনীর জওয়ানরা। রাস্তায় অকারণে কোনও গাড়ি দাঁড়িয়ে থাকলে তাদের সরে যেতে বলেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশি চলছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)