• ‘‌ভালটা বেছে নিতে হবে আজকের প্রজন্মকে’‌, যুবসমাজকে বার্তা দিলেন বিচারপতি
    হিন্দুস্তান টাইমস | ১২ জানুয়ারি ২০২৪
  • রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়–সহ একাধিক নেতার বাড়ি, অফিসে ইডি অভিযান আজ চালিয়েছে। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি লক্ষণরেখা অতিক্রম না করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজকের এই মৌনতা বেশ তাৎপর্যপূর্ণ। তবে আজ, শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে নতুন প্রজন্মের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

    এদিকে শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার খড়দার রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজকের ইডি অভিযান নিয়ে বিচারপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌আমি জানি না। আজকে এই সম্পর্কে কোনও মন্তব্য করব না। দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না।’‌ যদিও তিনি বলেন, ‘‌বিবেকানন্দের চিন্তা, ভাবনা, দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক। বিভিন্ন সময় একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আজকের দিনে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভাল।’‌ তাহলে কি লক্ষণরেখায় ফিরলেন বিচারপতি?‌ উঠছে প্রশ্ন।

    অন্যদিকে যুব সমাজের জন্য আজ বিশেষ বার্তা দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌ভাল এবং মন্দের তফাতটা ভাল করে করতে হবে। এই তফাত করে ভালটা বেছে নিতে হবে আজকের প্রজন্মকে। স্বামীজি যে সময় এসব চিন্তাভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি। কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়ার উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস।’‌

    আরও পড়ুন:‌ তদন্ত চলাকালীন সুজিত–পুত্রকে নিয়ে অন্য ফ্ল্যাটে ইডি, ফিরেও চলছে জিজ্ঞাসাবাদ

    আজ, শুক্রবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়ের বাড়ি–সহ একাধিক জায়গায় ইডির অভিযান চলে। সাম্প্রতিক সময়ে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়েছে। সন্দেশখালির ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন। আর যুব সমাজের প্রতি বিচারপতির বার্তা, ‘‌আপনারা ভাল থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভাল করে করুন। অর্থাৎ ভালটাকে ভাল এবং মন্দকে মন্দ এইটা বাছাই করা শিখুন।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)