• Most Polluted Cities : কলকাতা ছাড়াও রাজ্যের কোন শহরগুলি জঞ্জাল-আবর্জনায় ভর্তি? কেন্দ্রীয় রিপোর্টে চমক
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • শহর ঢেকেছে আবর্জনায়। অপরাধের প্রবণতা তিলোত্তমায় কম থাকলেও জঞ্জাল-আবর্জনায় মুখ ঢাকছে আমাদের প্রাণের শহরের। অন্তত, কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তাই বলছে। দেশের সবথেকে নোংরা শহর হিসেবে উঠে এসেছে হাওড়ার নাম। এক লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট ৪৪৬টি শহরের মধ্যে কলকাতার স্থান ৪৩৮-এ।সম্প্রতি, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে। ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ নামক ওই রিপোর্টে দেশের একাধিক শহরের জঞ্জাল, আবর্জনায়, নোংরা শৌচাগার সহ একাধিক তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়। মোট ৪৬টি মাপকাঠিতে তৈরি হয় এই রিপোর্ট। পুরসভা পরিচালিত শহরগুলির উপর চালানো হয় সমীক্ষা। পরিচ্ছন্নতার মাপকাঠিতে যেখানে শীর্ষে সুরাট, সেখানে কলকাতার স্থান অনেকটাই পিছিয়ে। একই মাপকাঠিতে সর্বশেষ দশটি শহর এই রাজ্য থেকেই। সেগুলি হলদেশের সবচেয়ে নোংরা দশটি শহর পশ্চিমবঙ্গে। তার মধ্যে রয়েছে কলকাতাও। নোংরাতম শহর হল হাওড়া। কেন্দ্রীয় রিপোর্টে এই তথ্যই সামনে এসেছে। ভাটপাড়া কাঁচড়াপাড়া, বিধাননগর, রিষড়া, আসানসোল, কৃষ্ণনগর, মধ্যমগ্রাম, কল্যাণী এবং হাওড়া। এক লাখের বেশি জনবহুল শহরের মধ্যে তালিকার সবথেকে নিচের দিকে নাম রয়েছে এই দশটি। নীল সাদা রং আর সুসজ্জিত আলোর নিচে চাপা পড়ে রয়েছে নোংরা, জঞ্জালের স্তূপ, এমনটাই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের।তবে পুরসভা পরিচালিত এই সব শহরের পাশাপাশি আরও একটি ক্যাটাগরি তৈরি হয়। রাজ্যের অন্যতম আশীর্বাদ বলা যেতে পারে মাঝখান দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী। নদীর তীরবর্তী শহরগুলির অবস্থাও পাতে দেওয়ার মতো নয়। দেশ জুড়ে এরকম ৩,৯৭০টি শহর রয়েছে। যার মধ্যে শেষ দশটির মধ্যে নয়টি শহরই হল এ রাজ্যের। সর্বশেষ নাম রয়েছে বিহারের ছাপরার। এরপর বাকি নয়টি হল চুঁচুড়া, উলুবেড়িয়া, গয়েশপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, কামারহাটি, চাকদহ, হলদিয়া ও ধুলিয়ান। সেক্ষেত্রে নোংরা, আবর্জনার দিক থেকে পিছিয়ে নেই জেলার এই শহরগুলো। আমাদের রাজ্যে মোট ৪০টি শহর রয়েছে গঙ্গার তীরবর্তী। সব কয়টি শহর রয়েছে শেষের দিকে।এর পাশাপাশি এক লাখের কম সংখ্যার জনগণের শহরের সংখ্যাও এ রাজ্যে কম নয়। সেখানেও, গোটা দেশ মিলিয়ে ৩৫০০ শহরের পর স্থান পেয়েছে হুগলি জেলার তারকেশ্বর এবং বর্ধমান জেলার কাটোয়া। শেষ একশোটি শহরের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার এবং হুগলি জেলার আরামবাগ। এই সমীক্ষার রিপোর্ট তৈরি করতে গিয়ে বিশেষ কিছু জিনিস মাথায় রাখা হয়েছিল। তার মধ্যে প্রকাশ্যে শৌচ কর্ম বন্ধ করা, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা, প্লাস্টিক বর্জ্য ব্যবহার বন্ধ করা এরকম একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। যেখানে কলকাতা তো রয়েছেই, অন্যান্য জেলার শহরের মুখ লজ্জায় ঢাকতে বাধ্য।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)