• ৩৫ মিনিটে সেমিফাইনালে সাত্ত্বিকরা, বিদায় অশ্বিনীদের
    আনন্দবাজার | ১৩ জানুয়ারি ২০২৪
  • নতুন বছরে কোর্টে শাসন চলছে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির। শুক্রবার ভারতীয় জুটি পৌঁছে গিয়েছে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টনের সেমিফাইনালে।

    এ দিন কোয়ার্টার ফাইনালে মাত্র ৩৫ মিনিটে ম্যাচ শেষ করে দিয়েছেন সাত্ত্বিকরা। প্রতিপক্ষ ছিল চিনের রেন সিয়াং ইয়ু এবং হে জি টিং জুটি। ২১-১১, ২১-৮ ফলে শেষ চারের ছাড়পত্র আদায় করে নেন চিরাগরা। ম্যাচের শুরু থেকে ভারতীয় জুটির দাপট ছিল দেখার মতো। প্রতিপক্ষ কিছু বোঝার আগেই ৭-০ ফলে এগিয়ে যান চিরাগরা। ক্রমাগত র‌্যালি এবং নেটের সামনে ড্রপ ভলি মেরে চিনের জুটিকে নাজেহাল করে দেন সাত্ত্বিকরা। দ্বিতীয় গেমে আরও অসহায় হয়ে পড়ে চিনের জুটি। ২১-৮ ফলে ম্যাচ জেতে ভারতীয় জুটি। তবে সাত্ত্বিকদের সাফল্যের দিনে হতাশ করেছেন মেয়েরা। ডাবলসের কোয়ার্টার ফাইনালে এ দিন অশ্বিনী পোনাপ্পা এবং তনিশা ক্রাস্টো জুটি হেরে গিয়েছে জাপানের প্রতিপক্ষের কাছে। ম্যাচের ফল অশ্বিনীদের বিরুদ্ধে ১৫-২১, ১৩-২১। মাত্র ৩৯ মিনিটে ম্যাচ শেষ হয়ে যায়।

  • Link to this news (আনন্দবাজার)