• মোরাম দিয়ে পুকুর ভরাট, তদন্ত
    আনন্দবাজার | ১৩ জানুয়ারি ২০২৪
  • কেঁচো খুড়তে গিয়ে কেউটে! অভিযোগ পেয়ে পুকুর ভরাটের তদন্তে গিয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) হীরক মণ্ডল। তদন্তে গিয়ে দেখতে পান মোরাম দিয়ে ভরাট হচ্ছে পুকুর। সরকারি ভাবে মোরাম খাদান বন্ধ। তা হলে সরকারি নির্দেশিকা অমান্য করে কী ভাবে মোরাম বোঝাই গাড়ি চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন? জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, ‘‘ওই ঘটনায় নোটিস দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। মোরাম বোঝাই গাড়ি কী ভাবে চলছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে কড়া পদক্ষেপ করা হবে।’’

    স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় এলাকায় নামো পাড়ায় কমপক্ষে ৫০ বছর ধরে পুকুরটি রয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)