• নক্ষত্রের ছবি প্রকাশ করল নাসা
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নক্ষত্রের ছবি প্রকাশ করল। মার্কিন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের সাম্প্রতিক পোস্টে ভি৮৩৮ মনোক্রিওটিস নামের একটি দূরবর্তী নক্ষত্রের চারপাশে আলোর বিস্তৃত ছায়ার একটি ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লেখা– ‘ভি৮৩৮ মন’ পৃথিবী থেকে প্রায় ২০ হাজার আলোকবর্ষ দূরে মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরের প্রান্তে অবস্থান করছে। শেয়ার করা ছবিতে ক্যাপশনে নাসা লিখেছে, আগের বিস্ফোরণে লাল সুপারজায়ান্ট নক্ষত্র থেকে যে ধূলিকণা ও গ্যাস নির্গত হচ্ছে, তার কারণেই এই ঘূর্ণন ঘটতে পারে। ঘটনার সময় নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে ৬ লাখ গুণ বেশি আলোকিত হয়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, আলোর গতিতে আলোকসজ্জার স্পন্দন প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে নক্ষত্রটি পরিবর্তিত হতে থাকবে।  নাসার পোস্টটি ৬ লক্ষ ১০ হাজারেরও বেশি লাইক পেয়েছে। 
  • Link to this news (আজকাল)