• তিন হাজার বছরের পুরনো শহরের সন্ধান আমাজনের জঙ্গলে
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আমাজনের ঘন জঙ্গলে তিন হাজার বছরের এক পুরনো শহরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। বৃহস্পতিবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, রেইনফরেস্টের ইকুয়েডর অংশে বড় বড় গাছ দ্বারা লুকানো এক বিশাল নতুন শহর আবিষ্কৃত হয়েছে। শহরটি আবিষ্কার হয়েছে রিমোট সেন্সিং এবং লেজার স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে। বলা হয়েছে, প্রাচীন শহরের বাড়িঘর মূলত রাস্তা ও খালের মাধ্যমে সংযুক্ত ছিল। ন্যাশনাল সেন্টারের গবেষক অধ্যাপক স্টিফেন রোস্টেইন বলেছেন, আমাজনে আবিষ্কৃত এই শহরটি অনেক পুরনো। বিজ্ঞানীরা বলছেন, এই শহরের বেশিরভাগ মানুষ ছোট দলে বিভক্ত হয়ে থাকত। সম্ভবত নগ্ন অবস্থায় এবং কুঁড়ে ঘরে। শহরটি ৩০০ বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল বলে ধারনা। শহরটিতে অন্তত ৬ হাজার মাটির বাড়ি ছিল বলে বিজ্ঞানীদের দাবি। 
  • Link to this news (আজকাল)