• ধ্যানে মগ্ন, চলছে যোগাসনও! বিতর্কের মধ্যেই ভিডিও পোস্ট ঈশান কিষাণের ...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে চর্চিত সদস্যের নাম ঈশান কিষাণ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার।‌ আগের দিন সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় জানান, ঘরোয়া ক্রিকেট খেলে দলে ফিরতে হবে ঈশানকে। এদিকে ঝাড়খণ্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। কেন বাদ পড়লেন ঈশান কিষাণ? শৃঙ্খলাভঙ্গের শাস্তি? নাকি মানসিক অবসাদ? সত্যি সামনে আসার আগেই নতুন রূপে ধরা দিলেন ঈশান। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। তাতে ধ্যান করতে দেখা যাচ্ছে ঈশানকে। পাশাপাশি শারীরিক কসরত করতেও দেখা যাচ্ছে। নিজেকে শারীরিকের পাশাপাশি মানসিকভাবে ফিট রাখার চেষ্টা শুরু করে দিয়েছেন উইকেটকিপার। কিন্তু বিতর্ক থামার নয়। আগের দিনই সাংবাদিক সম্মেলনে ঈশানের শৃঙ্খলাভঙ্গের ইঙ্গিত দিয়েছিলেন দ্রাবিড়। জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলে দলে ফিরতে হবে তাঁকে। এদিন দাবি করলেন, শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ পড়েননি ঈশান। দ্রাবিড় বলেন, "ওকে নিয়ে শৃঙ্খলাভঙ্গের কোনও বিষয় নেই। আমরা এই নিয়ে কোনও আলোচনা করিনি।" উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে মানসিক অবসাদের কারণ দেখিয়ে ছুটির আবেদন করেন ঈশান কিষাণ। সেটা মঞ্জুর করে বোর্ড। কিন্তু একই সময় দুবাইয়ে পার্টি করতে দেখা যায় তাঁকে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। 
  • Link to this news (আজকাল)