• ‌ ফের কেজরিকে তলব ইডির, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ইডির সমন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ১৮ জানুয়ারি কেজরিকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডি ২ নভেম্বর প্রথম তলব করেছিল কেজরিকে। তিনি হাজিরা দেননি। এরপর ২১ ডিসেম্বর তলব করা হয়েছিল। কিন্তু কেজরি যাননি। তারপর ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পায়িয়ে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা এড়িয়ে যান তিনি। সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা এড়ান আম আদমি পার্টির প্রধান। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। এদিকে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। এই আবহে ফের শনিবার ইডির সমন যায় কেজরিওয়ালের কাছে। ফলে তাঁকে গ্রেপ্তার করা নিয়ে আপ শিবিরে বাড়ছে আশঙ্কা।
  • Link to this news (আজকাল)