• ফের নামল তাপমাত্রা, মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জাঁকিয়ে শীত বাংলায়। গত ৪৮ ঘণ্টায় পারদ নেমেছে ৫ ডিগ্রি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৩ ডিগ্রি কম। কলকাতায় শনিবার তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে। জেলায়–জেলায় পারদ ৮–১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গেও পারদ নেমেছে। হাওয়া অফিস জানিয়েছে শনিবারই কলকাতায় মরশুমের শীতলতম দিন। দিল্লিতে এদিন তাপমাত্রা নেমেছে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর ভারত জুড়ে চলছে হাড়কাঁপানো শীত।‌‌যদিও হাওয়া অফিস জানিয়েছে, এই শীতের স্পেল বেশি দিনের নয়। মাঘ মাস শুরু হলেই বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আগামী ১৬–১৮ জানুয়ারি (মঙ্গল থেকে বৃহস্পতি) পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। কলকাতাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও রয়েছে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। আর মেঘ ঢুকলেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। 
  • Link to this news (আজকাল)