• রাজ্যকে কটাক্ষ করে টুইট অমিত মালব্যর, আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তা ডিসি শ্রীরামপুরের...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: ডানকুনিতে বিজেপির অনুমোদনহীন বাইক র‍্যালি আটকানো হলে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ বিজেপি কর্মীর জামিন নাকচ করে শ্রীরামপুর আদালত। গ্রেপ্তার হওয়া কর্মীদের তালিকায় রয়েছেন মেজর ঋত্বিক পাল যিনি বিজেপি কর্মী এবং প্রাক্তন সেনা অফিসার। এই ঘটনাকে কটাক্ষ করে শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, "শেখ শাহজাহান, খুনি গুণ্ডা। যিনি ইডি আধিকারিকদের আক্রমণ করেছিলেন। তাকে মমতা ব্যানার্জি প্রশাসন রক্ষা করছে। কিন্তু একজন বিজেপি কর্মী এবং একজন প্রাক্তন সেনা অফিসার। যিনি বেশ কয়েকটি যুদ্ধ অঞ্চলে কাজ করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্যান্য বিজেপি কর্মী সহ তাকে জেলে বন্দী করা হয়ে হয়। এটা মমতা ব্যানার্জির কাছে লজ্জার।" এই পোস্ট প্রসঙ্গে শুক্রবার ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, "পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে।" উল্লেখ্য,বিজেপির মিছিল সম্পূর্ণ বেআইনি ছিল বলে আগেও দাবি করেছে পুলিশ। জাতীয় সড়ক অবরোধ, প্রিজন ভ্যান থেকে আটক বিজেপি কর্মীদের জোর করে ছিনিয়ে নেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়া, মারধর করা ইত্যাদি নানা অভিযোগে মামলা রুজু করে ডানকুনি থানা। ডিসি শ্রীরামপুর জানিয়েছেন, টুইটারে বিজেপির পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে আটক বিজেপি কর্মী ছিনিয়ে নেওয়ার ঘটনা নজরে আসে পুলিশের। সেখান থেকেই ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে ডানকুনি থানা। ধৃতরা হলেন প্রাক্তন সেনা কর্মী মেজর ঋত্বিক পাল, অর্ণব ঘোষ, রত্নেশ সিং, রাজেশ রজক, সুরজ পিত্তি, সোমনাথ সাঁতরা। বুধবার শ্রীরামপুর আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুই বলেন, "অপরাধমূলক কাজ করলে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এখানে কে কি কাজ করেন বা করতেন সেটা মুখ্য নয়। এক্ষেত্রে ঘটনার সঙ্গে সক্রিয় যোগ দেখেই পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে জেলে গেছে। এটাকে নিয়ে রাজনীতি করার কিছু নেই।"
  • Link to this news (আজকাল)