কেজরিওয়ালকে ফের নোটিস ইডি-র, চতুর্থ তলবে বাড়ছে গ্রেফতারির আশঙ্কা
২৪ ঘন্টা | ১৩ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশের চ্যালেঞ্জে আজ ফের বৈঠকে জোট। তার আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi CM Arvind Kejriwal) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় এটা কেজরিওয়ালের চতুর্থ সমন। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সমনকে ‘বেআইনি’ দাবি করে আগেও হাজিরা এড়ান আম আদমি পার্টির প্রধান।
আবগারি দুর্নীতি মামলায় ইডি ২ নভেম্বর প্রথম তলব করেছিল কেজরিকে। তিনি হাজিরা দেননি। এরপর ২১ ডিসেম্বর তলব করা হয়েছিল। কিন্তু কেজরি যাননি। তারপর ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পায়িয়ে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, নির্বাচনী প্রস্তুতি দেখতে আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত গোয়ায় থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে লেখা চিঠিতে কেজরিওয়াল জানিয়েছেন, নির্বাচন কমিশন দিল্লির থেকে রাজ্যসভাযর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। এমনকী ১৯ জানুয়ারি ভোট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, 'ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি-র রাজ্যসভায় তিনটি আসন বরাদ্দ করা হয়েছে।' আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক হওয়ার পর কেজরিওয়াল বলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকী তিনি বলেন, 'দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ায় আমি প্রজাতন্ত্র দিবসের জন্য বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রস্তুতিতেও ব্যস্ত রয়েছি।'