• 'মুখ্যমন্ত্রীর ফোন সার্চ করলে অনেক কিছু বেরোবে', ইডি প্রশ্নে মমতাকে তোপ দিলীপের
    ২৪ ঘন্টা | ১৩ জানুয়ারি ২০২৪
  • ই গোপী: টানা ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি শেষে মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু দমকলের মত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিভাগের মন্ত্রী সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। কাজেই তিনি সমস্যায় পড়তে পারেন। আপৎকালীন দফতরের মন্ত্রীর ফোন বাজেয়াপ্ত? এ প্রসঙ্গেই বিজেপি নেতার সাফ উত্তর, 'মন্ত্রীর ফোনের অভাব নেই। অনেক ফোন আছে অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা। তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে।'

    ইডির তদন্তের শেষে এদিন সুজিত বোস বলেন, 'শুভেন্দু সবাই কে চোর বলেছেন, আগে নিজের মুখ টা আয়নায় দেখুন, শুভেন্দু সবচেয়ে বড় চোর, আজ শ্রীভূমিতে ইডি সিবিআই এসেছে, কাল মেদিনীপুরে যাবে তখন কি বলবেন। তার উত্তরেই বিজেপি নেতা বলেন, 'তদন্ত চলছে,তদন্তের রেজাল্ট আসার আগে কেউ চোর নয়, কেউ সাধু নয়। তদন্তে যারা প্রমাণিত হবে চোর তারা চোর। যেহেতু এত বড় দুর্নীতি হয়েছে। বিভিন্ন স্তরের উপর নির্ভর করে তার তদন্ত চলছে। যার যার নাম আছে তারা সবাই চোর এরকম নয়। যার নাম নেই তারা চোর হবে না এরকম নয়। তদন্ত শেষ হলে বোঝা যাবে কে চোর কে সাধু।'অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেককে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, 'আর কোথায় কোথায় যাবেন এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে। কোর্টে গিয়ে বাঁচা যাবে না, কোর্ট তো বলেছে তদন্ত করতে। যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। উনাদের কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে।'মমতার কমিটি এদিন সচিব ডঃ নীতিন চন্দ্রকে কড়া চিঠি দিয়ে জানায়, ‘এক দেশ এক ভোট মানছি না’, গণতন্ত্রকে খুনের ‘কেন্দ্রীয় ষড়যন্ত্র’। এ প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু মানেননি। জিএসটি মানেননি হয়ে গেছে। ডি মনিটাইজেশন মানেনি এমনি হয়ে গেছে। রাম মন্দির মানেননি হয়ে গেছে। ৩৭০ ধারা মানেননি হয়ে গেছে। তিন তালাকও আউট হয়ে গেছে। উনি মানেন কি না মানেন তাতে কিছু যায় আসে না। এখন উনাকে লোকে মানছে কিনা আগামী ২৪ শে আর একবার পরীক্ষা হবে।'
  • Link to this news (২৪ ঘন্টা)