• তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, বাতিল ২ হাজারের বেশি উড়ান
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা জুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র এই শীতকালীন ঝড়ে সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। এটি এই সপ্তাহের বৃহৎ ঝড়। এরফলে ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে বহু বিমান। বিস্তীর্ণ অংশের মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বাতিল হয়ে যাওয়া ও দেরিতে ছাড়া উড়ানগুলির ৪০ শতাংশ শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ উড়ান কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলির। প্রায় প্রতিটি প্রদেশেই প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে আইওয়াতে তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের ৪২ ডিগ্রি নীচে। প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে টেক্সাস থেকে নিউ ইয়র্কের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি হয়েছে। টেক্সাস, আরমানসাস এবং লুইসিয়ানা সংলগ্ন এলাকাতে টর্নেডোর পূর্বাভাস দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)