• টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • ‌জয়ন্ত আচার্য, টুঙ্গিপাড়া:‌ টানা চতুর্থবার সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে দু’‌দিনের সফরে বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে সড়কপথে বেলা ১২ টা নাগাদ তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছন। সেখানে পৌঁছেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়। দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগণও জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাত করেন। এরপর জাতির পিতার পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা–কর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান। এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের পক্ষে গোটা এলাকা ঢেলে জানানো হয়েছে। জেলা জুড়ে উৎসবের আমেজ। রাস্তায় রাস্তায় ব্যানার, ফেস্টুন, গেট তৈরি করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে। হাসিনার সফর ঘিরে টুঙ্গিপাড়া–কোটালীপাড়া সহ জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন বিকেল ৩টে নাগাদ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামি লিগ কার্যালয়ে স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করবেন হাসিনা। টুঙ্গিপাড়ায় রাত্রি যাপনের পর রবিবার বেলা আড়াইটায় কোটালীপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবার বিকেলে সড়ক পথে পদ্মা সেতু হয়ে ঢাকার পৌঁছবেন হাসিনা। 
  • Link to this news (আজকাল)