• রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মরিশাসে দুঘন্টার বিশেষ ছুটি...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উদ্বোধন করবেন রাম মন্দির। মরিশাস সরকার এবার এক অভিনব সিদ্ধান্ত নিল। সেখানকার সরকার ঘোষণা করল রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে দুঘন্টার বিশেষ ছুটি দেওয়া হবে। মরিশাসে প্রচুর হিন্দুধর্মের মানুষ বাস করেন। তাঁদের মধ্যে অনেকেই মরিশাসের গুরুত্বপূর্ণ পদে চাকরিও করেন। তাই এই বিশেষ ছুটির কথা ঘোষণা করল মরিশাস সরকার। সেদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। মরিশাসের প্রধানমন্ত্রী এই দুঘন্টার ছুটির বিষয়টি সকলকে জানিয়েছেন। প্রসঙ্গত, মরিশাসে প্রচুর হিন্দুধর্মের মানুষ বাস করেন। এখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই হিন্দু। নেপাল, ভারতের পর মরিশাস এমন একটি দেশ যেখানে এত হিন্দুধর্মের মানুষের বাস। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিননাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ থেকে আসা প্রচুর মানুষ মরিশাসে বাস করেন। 
  • Link to this news (আজকাল)