• আবার বাদ ঈশান কিষাণ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে চমক ধ্রুব জুরেল...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের দল থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ। সবাইকে অবাক করে সুযোগ পেলেন তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেল। দলে এটাই সবচেয়ে বড় চমক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের তিন উইকেটকিপার কেএল রাহুল, কেএস ভারত এবং ধ্রুব জুরেল। শেষ জনের অন্তর্ভুক্তিতে অবাক অনেকেই। উত্তরপ্রদেশের উইকেটকিপার ব্যাটার ধ্রুব। এবারই প্রথম ভারতীয় দলে ডাক পেলেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কাড়েন। ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭৯০ রান করেছেন ধ্রুব। গড় ৪৬.৪৭। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২৪৯। চোটের জন্য প্রথম দুটো টেস্টে নেই মহম্মদ শামি। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আবেশ খান। রোহিত শর্মা অধিনায়ক এবং যশপ্রীত বুমরা সহ অধিনায়ক নির্বাচত হয়েছেন। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট শুরু।ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়শ আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আবেশ খান।
  • Link to this news (আজকাল)