• ‘ইন্ডিয়া’ জোটের ভার্চুয়াল বৈঠককে কটাক্ষ জে পি নাড্ডার
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠককে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, এটি একটি ভার্চুয়াল জোট যারা শুধু ভার্চুয়াল বৈঠক করে। এদের নেতাদের একটাই কাজ, নিজেদের পরিবার এবং সম্পত্তিকে রক্ষা করা। একদিকে প্রধানমন্ত্রী যেভাবে দেশের সকল স্তরের মানুষদের উন্নতির চেষ্টা করছেন সেখানে বিরোধীরা তাঁকে সেই কাজ থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় করছে। অখিলেশ যাদবকে আক্রমণ করে নাড্ডা বলেন, তিনি কি নিজের স্ত্রী ডিম্পল যাদবকে নিয়ে চিন্তিত নন ?  এরা সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই সিবিআই-ইডিকে ভয় পায়। কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে নাড্ডা বলেন, এরা দুজনেই তো জামিনে মুক্ত রয়েছেন। দলীয় সভায় এদিন নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশে জোর দিয়েছেন। বিরোধী দলগুলির কাছে কোনও ইস্যু নেই। তাই তাঁরা ধর্মের জিগির তুলে দেশবাসীকে বোকা বানাতে চাইছেন। 
  • Link to this news (আজকাল)