• নীতীশকে ছাপিয়ে ‘ইন্ডিয়া’ জোটের চেয়ারপার্সন হলেন মল্লিকার্জুন খাড়গে...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‘ইন্ডিয়া’ জোটের চেয়ারপার্সন করা হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। শনিবারের বৈঠকে আলোচ্য বিষয় ছিল একজনকে আহ্বায়ক বা চেয়ারপার্সন ঠিক করা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। কিন্তু সূত্রের খবর, নীতীশের নাম প্রস্তাবিত হলেও, তিনি অস্বীকার করেন। শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি খাড়গেকেই চেয়ারপার্সন করল ‘ইন্ডিয়া’। শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। ‘ইন্ডিয়া’ জোটের আগের বৈঠক হয়েছিল ১৯ ডিসেম্বর। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন, খাড়গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক। মমতার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আম আদমি পার্টি-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। একাধিক দলের দাবি ছিল, একজনকে আহ্বায়ক বা চেয়ারপার্সন করা হোক। সেই দায়িত্ব কংগ্রেস সভাপতিকেই দেওয়া হল। সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতাকেই বেছে নেওয়া হল ‘ইন্ডিয়া’র চেয়ারপার্সন হিসাবে। ‘ইন্ডিয়া’ জোটের ভার্চুয়াল বৈঠক হয় শনিবার। তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মমতা ব্যানার্জি বৈঠকে যোগ দেবেন না। কারণ, আগাম বৈঠকের কথা জানানো হয়নি। এমনকি ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির সদস্য অভিষেক ব্যানার্জিও শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি। শনিবারের বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু এবিষয়ে খুব অগ্রগতি হয়েছে তেমন খবর নেই। যেখানে বিষয়টি দাঁড়িয়েছিল, সেখানেই রয়েছে। যদিও কংগ্রেসের সঙ্গে আপের দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে খবর। 
  • Link to this news (আজকাল)