• ‌‌ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে তিনটি দোকান ভেঙে ঢুকে গেল ট্রাক্টর...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মকর সংক্রান্তির আগে শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে জাকিয়ে পড়েছে শীত। তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। শনিবার সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া রয়েছে মুর্শিদাবাদে প্রায় সমস্ত এলাকা। ঘন কুয়াশার কারণে রাস্তা দেখতে না পেয়ে শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রাক্টর। পরপর তিনটি দোকান ভেঙে একটি চায়ের দোকানের ভিতরে ঢুকে যায় গাড়িটি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দোগাছি হাটপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি ঘন কুয়াশার কারণে রাস্তা দেখতে না পেয়ে পরপর তিনটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। ট্রাক্টরের ধাক্কায় দোকানগুলোর পিলার, দেওয়াল এবং চাল ভেঙে গেছে। দুর্ঘটনাটি ঘটেছে সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ। সেই সময় দোকানগুলোয় কেউ না থাকায় হতাহতের খবর নেই। তবে দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, গ্রামের রাস্তা দিয়ে বেপরোয়াভাবে পাথর বোঝাই ট্রাক্টর চলার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গ্রামের রাস্তা দিয়ে পাথর বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামীদিন বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। 
  • Link to this news (আজকাল)