• ‌‌‘‌উত্তরপ্রদেশেও পিসি–ভাইপো বেশিদিন চলেনি’‌, কলকাতায় এসে তৃণমূল ও ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ অনুরাগের ...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় এসে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জির সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। ইন্ডিয়া জোটকে রীতিমতো হুঁশিয়ারি ছুঁড়ে দেন তিনি। তিনি বলেন, ‘‌এদের না আছে নেতা, না আছে নীতি। উত্তরপ্রদেশেও পিসি–ভাইপো বেশিদিন চলেনি। বাংলাতেও পিসি–ভাইপোর দুই শিবিরে লড়াই শুরু হয়ে গেছে। এই অহঙ্কারী জোট টিকতে পারবে না।’‌ পুরুলিয়ায় উত্তরপ্রদেশের সাধুদের ‘‌আক্রান্ত’‌ হওয়ার প্রসঙ্গে অনুরাগ বলেন, ‘‌বাংলায় আইন–শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি। সারা দেশে যা হয় না, তা হয় বাংলায়। বাংলায় তোষণের রাজনীতি চলছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার।’‌ এরপরই তিনি বলেন, ‘‌বাংলায় সাধুসন্তদের খুনের চেষ্টা হয়েছে। এটা লাগাতার তোষণের ফল। কিন্তু কেন এমন হিন্দুবিরোধী ভাবনাচিন্তা।’ যার পাল্টা দিয়েছেন রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বলেছেন, ‘‌পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ নিজের কাজ করছে। তবে বিজেপি পুরুলিয়ার মানুষকে ভুল বোঝাচ্ছে।’‌ এমনকী সন্দেশখালি প্রসঙ্গে অনুরাগের কটাক্ষ, ‘‌দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করলেই আক্রমণের মুখে পড়তে হচ্ছে ইডিকে। বাংলার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। কেন রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে?’‌ মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর নির্দেশেই গুন্ডারা তদন্তকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে? তবে কি মুখ্যমন্ত্রীই লুঠের নির্দেশ দিচ্ছেন?’‌ যার পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বলেছেন, ‘‌তৃণমূলকে গালি না দিলে বিজেপির ভাত হজম হয় না। আগে মণিপুর দেখুন। তার পর বাংলার কথা বলবেন।’‌ 
  • Link to this news (আজকাল)