• ইস্ট ওয়েস্ট রুটে চালু হতে হতে চলেছে চালকবিহীন মেট্রো
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইস্ট ওয়েস্ট রুটে শীঘ্রই চালু হতে চলেছে চালকবিহীন মেট্রো চলাচল। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি বলেন, "এই পথে ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ হয়েছে এবং কমিশনার অফ রেলওয়ে সেফটি থেকে ছাড়পত্র পাওয়া গেছে। এক্ষেত্রে কোন চালক ছাড়াই এক প্রান্ত থেকে অপর প্রান্তে মেট্রো চলাচল করবে।" অন্যদিকে, যাত্রীদের সুবিধার্থে ধর্মতলা স্টেশনে ২৫টি বিশেষ প্রযুক্তি সম্পন্ন গেট লাগানো হবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। এই ২৫টি গেটের মধ্যে ১১টি প্রবেশদ্বার দিয়ে যাত্রীরা নর্থ সাউথ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে যেতে পারবেন। যাত্রীরা একটি টোকেন বা স্মার্ট কার্ড দিয়ে দুটি রুটেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এর জন্য তাদের কোন আলাদা স্মার্টকার্ড বা টোকেন কিনতে হবে না।
  • Link to this news (আজকাল)