• 'সাধুরা মার খাচ্ছেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে', পুরুলিয়ার ঘটনার নিন্দা অনুরাগের, গ্রেফতার ১২
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৪
  • চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরুলিয়ায়। গঙ্গাসাগরে যাওয়ার পথে সেখানকার কাশিপুর এলাকায় আক্রান্ত হলেন তিনজন সাধু। জানা যাচ্ছে, উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরের মেলায় যাওয়ার জন্য আসছিলেন তাঁরা। ঘটনা গতকালের। ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টির কড়া নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

     শনিবার সকালে কলকাতায় এসেই সাধুদের উপর আক্রমণের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ বাংলার সরকার দুর্নীতিবাজে ভরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, 'মমতা দিদির শাসনে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। জনকল্যাণে যে অর্থ আসে তা, লুটপাট করার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এখানে। এমনকি দুর্নীতির মামলায় ব্যবস্থা নিতে আসা ইডি টিমকেও পাথর ছুড়ে মারধর করা হয়। সরকার দুর্নীতিবাজদের আশ্রয়স্থল।'

    অনুরাগের আরও বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের লুটপাট করতে অবাধ লাগাম দিয়েছেন নাকি তারা তার কথা শোনেন না? পশ্চিমবঙ্গে কোনও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে বাঁচাতে রাজপথে নেমে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই অভিযান হয় তখন কোটি কোটি টাকা উদ্ধার হয়। কেন শুধু তৃণমূলের লোকদের নাম এতে দেখা যাচ্ছে?'

    কলকাতা বিমানবন্দরে চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বললেন, 'এমন বাতাবরণ কেন তৈরি হচ্ছে? তুষ্টিকরণের রাজনীতি এই ধরনের বাতাবরণ তৈরি করছে। রাজ জন্মভূমির শিলান্যাসের সময় বাংলায় কার্ফুর মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। হিন্দুদের আনন্দে সামিল হতে দেওয়া হয় না। আর এখন সাধুদের মারপিট করে, তাঁদের হত্যার চেষ্টা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ উঠে আসছে।'

    পুলিশসূত্রে খবর, একটি গাড়িতে তিনজন সাধু যাচ্ছিলেন। অন্যান্য যাত্রীরাও ছিলেন। সেই সময় গাড়ি থামিয়ে পথচলতি তিনজন স্থানীয় মহিলাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন তাঁরা। সেই সময় কিছু ভুল বোঝাবুঝি হয় এবং মহিলারা চিৎকার করতে থাকেন। তখন স্থানীয় লোকজনরা গাড়িটি ভাঙচুর করে এবং সাধুদের মারধর করে। পুলিশ খবর পাওয়া মাত্রই সাধুদের সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

     
  • Link to this news (আজ তক)