• জাহাজে কাজ করার সময় দুর্ঘটনা, মৃত বাংলাদেশি শ্রমিক
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: সামান্য অসাবধানতা প্রাণ কেড়ে নিল যুবকের। জাহাজে কাজ করার সময় পা পিছলে বিপত্তি। ছাদ থেকে সোজা জাহাজের ডেকের উপর পরে মৃত্যু হল এক বাংলাদেশি শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ত্রিবেণী বিটিপিএস সংলগ্ন গঙ্গায়। মৃতের নাম মহঃ আত্তাব মোল্লা(৩৩)। বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার পানাইল এলাকায়। বাংলাদেশের এম ভি সিদরাগাজি ভেসেলে কাজ করতেন আত্তাব মোল্লা। এদিন তাঁর সহকর্মীরা জানিয়েছেন, বাংলাদের ঢাকায় ত্রিবেনীর বিটিপিএস এর ছাই যায় জাহাজে করে। জনা পনেরো শ্রমিক সেই জাহাজে ছাই ভর্তি করার কাজ শেষ করে। জাহাজের উপর দরি বাঁধছিলেন আত্তাব মোল্লা। সে সময় পা ফসকে পড়ে যান নীচের ডেকে। মাথায় চোট লাগে তাঁর। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে মগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। পুলিশের উদ্যোগে দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)