• সাগরে মোতায়েন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১ জন মহিলা সদস্য, চলছে দিনভর টহলদারি...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: সাগর যাত্রার পুণ্য তিথিতে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে স্নান করতে ইতিমধ্যে হাজির হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বাংলার বিভিন্ন রাজ্য থেকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় মাত্র ছাড়িয়েছে। ভিড় বাড়ার সঙ্গে বেড়ে চলেছে দুর্ঘটনার আশঙ্কা। পুণ্যার্থীদের কোনো রকম দুর্ঘটনার কবলে পড়তে না হয় সেই দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন। সাগরে মোতায়ন করা রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৭০ জনের একটি দল। তার মধ্যে এই দলে ১১ জন মহিলা সদস্য রয়েছেন। সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা সাগর স্নানে নামছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট পুষ্পেন্দ্র সিং আজকাল ডট ইনকে জানালেন এবছর সকালে স্নানের সময় জোয়ার আসার কারণে বাড়তি নিরাপত্তা দিতে হচ্ছে। তিনি আরও জানান যে কোন দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে মহিলা সদস্যরা তৎক্ষণাৎ উদ্ধারকার্যে লেগে পড়ছে। যে সকল পুণ্যার্থী বিপদসীমা পেরিয়ে যাচ্ছেন সাগরের তাদেরকে প্রতি মুহূর্তে সতর্ক করে যাচ্ছেন ১১ জন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহিলা সদস্য। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী বিশ্বজিৎ পাল আজকাল ডট ইনকে জানালেন যে তারা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত। এখনো পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনা গঙ্গাসাগরে ঘটেনি বলেও জানালেন তিনি।
  • Link to this news (আজকাল)