• ঢাকায় গুয়াহাটিগামী বিমানের জরুরি অবতরণ
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জানুয়ারি ২০২৪
  • নিউ দিল্লি, ১৩ জানুয়ারি: প্রবল কুয়াশার কারণে ঢাকায় জরুরি অবতরণ করল গুয়াহাটিগামী বিমান। মুম্বই থেকে বিমানটি রওনা হয়েছিল। জানা গিয়েছে, বিমানের পাইলট আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে বিমানটিকে প্রথমে কলকাতায় নামানোর চিন্তা করে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেটিকে ভুবনেশ্বর বিমানবন্দরের দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে। তবে সেখানেও রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। শেষমেশ পাইলট বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দর ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।
    ইন্ডিগো কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে,? ইন্ডিগোর 6E 5319 বিমানটি মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে ঢাকা বিমান বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।?
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)