• বৃন্দাবনের বিধবা মায়েদের নিয়ে ছবির প্রদর্শনী
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • বিভাস ভট্টাচার্য: "তিনি হলেন আমাদের সকলের মা। রাজভবন তাঁর পাশে সবসময় আছে।" শনিবার "কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভি"তে ১০৬ বছর বয়সী রেণু মার উদ্দেশে একথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃন্দাবনের "বিধবা মায়েদের জীবনযাপন নিয়ে কৌন্তেয় সিনহা ও রানা পান্ডের তোলা ৩৫টি সাদাকালো ছবি নিয়ে এদিন এই গ্যালারিতে শুরু হল প্রদর্শনী। উদ্বোধন করলেন রাজ্যপাল। এই উপলক্ষে রেণু মা"কে নিয়ে এসেছিলেন উদ্যোক্তারা। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কয়েক দশক ধরে বৃন্দাবনের আশ্রমে আছেন রেণু মা।বক্তব্য পেশ করতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যপাল। জানান, এখনও তিনি যখন কোনও কাজ নিয়ে ভাবেন তখন মনে পড়ে তাঁর মা"র কথা। যিনি সবসময় সঠিক পথে থাকার উপদেশ দিতেন। বৃন্দাবনের মৈত্রী আশ্রমে থাকেন রেণু মা। এদিন সেই আশ্রমের কর্ণধার বিনি সিংয়ের কাছে রাজ্যপাল আবেদন করেন, তিনি রেণু মা"কে একটি সোনার হার উপহার দিতে চান। সানন্দে প্রস্তাবটি গ্রহণ করেন বিনি সিং। ছবি সম্পর্কে কৌন্তেয় জানান, ১১ দিন ধরে বৃন্দাবনে থেকে তাঁরা এই ছবি তুলেছেন। কেউ ছবি কিনতে চাইলে বিক্রি করা হবে এবং বিক্রির টাকা মৈত্রী আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।
  • Link to this news (আজকাল)