• শঙ্করাচার্যদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্য ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সমালোচনা নয়, রাম মন্দিরকে আশীর্বাদ করা উচিত শঙ্করাচার্যদের। দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তাঁর অভিযোগ, হিন্দুদের শীর্ষস্থানীয় এই ধর্মগুরুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে রাজনৈতিক প্রিজমে দেখছেন। রানে আরও বলেন, এই মন্দির রাজনীতির ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে তৈরি। রাম সকলের ভগবান। এরপরই রানের পাল্টা প্রশ্ন, শঙ্করাচার্যরা বলুক হিন্দু ধর্মের জন্য তাঁদের অবদান কী ? প্রসঙ্গত, চার শঙ্করাচার্য রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে উপস্থিত থাকবেন না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। তাঁদের মতে, সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে এই অনুষ্ঠানে। খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন করা হচ্ছে। মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রবিরুদ্ধ। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকেও একহাত নিয়েছেন রানে। তিনি বলেন, উদ্ধব ঠাকরের মুখে একথা মানায় না। যিনি ঘরে বসে আছেন তিনি ঘরেই বসে থাকুন।  
  • Link to this news (আজকাল)