• ব্যাট প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল, রায় সুপ্রিম কোর্টের...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন নির্বাচনে ব্যাট প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফ। শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে। বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মহম্মদ আলি মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি। দুর্নীতির মামলায় ইমরান খান জেলবন্দি। সাজার কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য। ফলে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে।দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলি খান। পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন মেনে গত ২২ ডিসেম্বর দলটির ব্যাট প্রতীক বাতিল করে ইসিপি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিটিআই। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা বলেন, পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ফিরিয়ে দেওয়া পেশোয়ার হাইকোর্টের আদেশ প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ।
  • Link to this news (আজকাল)