• মাঝ আকাশে ককপিটের জানালায় ফাটল, জাপানি বোয়িংয়ের জরুরি অবতরণ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশে বিমানের ককপিটের জানালায় চিড় ধরায় জরুরি অবতরণ করেছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের একটি বোয়িং। শনিবার বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটির ককপিটের জানালায় ফাটল দেখা যাওয়ায় এটি জরুরি অবতরণ করে। জানা গিয়েছে, বিমানটি জাপানের তোয়ামা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু ককপিটের জানালার চার স্তরের বাইরের অংশে ফাটল দেখা দেওয়ায় সাপ্পোরো-নিউ চিটোস বিমানবন্দরে অবতরণ করে। এয়ারলাইনের এক মুখপাত্র জানান, ৫৯ জন যাত্রী ও ছয় কর্মীর সবাই সুস্থ আছেন। কোনও ধরনের খারাপ খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, ফ্লাইটের নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে এমন কিছু ওই ফাটলে ছিল না। তারপরও সতর্কতা ব্যবস্থা হিসেবে জরুরি অবতরণ করা হয়।
  • Link to this news (আজকাল)