• ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ক্যানসার আক্রান্ত। তিনি লিম্ফাথিক ধরনের হজকিন লিস্ফোমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। যা দ্রুত রক্তে ছড়িয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কেড়ে নেয়। তবে আশার কথা হল, চার মাস ধরে ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপি নিয়ে শারীরিকভাবে খানিকটা স্থিতিশীল তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতি দিয়ে বলেছে, ‘পেরেইরাকে চার মাস কেমোথেরাপি দেওয়া হয়েছে এবং চিকিৎসায় খুব ভাল সাড়া দিচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের পক্ষে সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।’ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ী কোচ মারিও জাগালোর কোচিং স্টাফের অংশ ছিলেন পেরেইরা। পরে ১৯৯৪ বিশ্বকাপে হেড কোচের দায়িত্ব নিয়ে ব্রাজিলকে শিরোপা এনে দেন তিনি। এছাড়া ব্রাজিলের ক্লাবের হয়ে দুটি মেজর শিরোপা জিতেছেন ৮০ বছর বয়সী এই কোচ। এর আগে গত ৫ জানুয়ারি ব্রাজিলের খেলোয়াড় ও কোচ হিসেবে ৪ টি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনিও ক্যানসার আক্রান্ত ছিলেন।
  • Link to this news (আজকাল)