• ফের বাড়ল দূষণের মাত্রা, বিধিনিষেধ ফিরল দিল্লিতে
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের দূষণের মাত্রা বাড়ল রাজধানীতে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অ-প্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে। মাঝে দিল্লিতে কমে গিয়েছিল দূষণের মাত্রা। রবিবার সকালে কমিশনের পর্যালোচনা বৈঠকের পর গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অধীনে বিধিনিষেধ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি-এনসিআরের বাতাসের গুণমান হঠাৎ খারাপের দিকে যাওয়ায় বিধিনিষেধ জারি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)