• শীতের ঝোড়ো ইনিংস, কাশ্মীরকে হারাল দিল্লি
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শীতের প্রতিযোগিতায় কাশ্মীরকে হারিয়ে দিল দিল্লি। কাশ্মীরে এখন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিগত ২০ বছরে এটি একটি রেকর্ড। কাশ্মীর জুড়ে যে হারে পরিবেশ বদল হচ্ছে তাতে রীতিমতো চিন্তিত পরিবেশবিদরা। এই সময় গোটা কাশ্মীর জুড়ে তুষারপাত চলে। শীতের কামড় থাকে মাইনাসের দিকে। সেখানে এবারে শুষ্ক শীত গোটা কাশ্মীরে। অন্যদিকে কাশ্মীরকে শীতের প্রতিযোগিতায় পিছনে ফেলে দিয়েছে দিল্লি। রবিবার দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে রয়েছে ঘন কুয়াশার চাদর। একজন পরিবেশবিদ জানিয়েছেন, প্রতিবার কাশ্মীরে যে পরিবেশ থাকে এবার তা থেকে অনেকটাই আলাদা। তবে দেরিতে হলেও সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলেই এই ধরণের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি তাঁর।  
  • Link to this news (আজকাল)