• 'ইন্ডিয়া' জোট একটি 'যাত্রাপালা', তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে রবিবার সকালে বহরমপুর আসেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সকালে হাজারদুয়ারি এক্সপ্রেসে তিনি বহরমপুরে এসে পৌঁছান।বহরমপুরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার "ইন্ডিয়া" জোটকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন," দেশে "ইন্ডিয়া" জোটের কোনও ভবিষ্যৎ নেই। আগে যাত্রাপালা দেখতে পেতাম। এটা তেমনই একটা যাত্রাপালা। এই জোটের শরিকরা এরাজ্যে মারামারি করছে আর দিল্লিতে গিয়ে "দোস্তি" করছে।" তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম না করে সুকান্ত মজুমদার বলেন,"ওখানকার পাপ্পুর সঙ্গে কথা বলে এখানকার পাপ্পুর সঙ্গে অধীরদা ঘুরবে কিনা তা আগে ঠিক করতে বলুন।" অন্যদিকে রবিবার থেকে শুরু হতে চলা রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা"কেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন," রাহুলের যাত্রা আসলে "অন্যায় যাত্রা"। উনি রাজনীতিতে "এন্টারটেইনমেন্ট মাস্টার"। মাঝে মাঝে উনি মনোরঞ্জন দিতে নামেন। আমরাও দেখি, আনন্দ পাই।"অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিতবে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান ইস্যুতে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"পুলিশ এখানে বেশি কিছু করতে পারবে না। এই সরকার চলে গেলে আমরা পুলিশের আধুনিকরণ করব। তখন পুলিশ কিছু করতে পারবে।"
  • Link to this news (আজকাল)