• সাগরদিঘিতে বন্ধ গাড়ির ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি গাড়ির ভেতরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মৃতের পরিবারের অভিযোগ কেউ বা কারা তাঁদের পরিবারের সদস্যকে খুন করে গাড়ির ভেতরই দেহটি রেখে গেছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রমজান শেখ(২৮)। বাড়ি সাগরদিঘি থানার নয়নডাঙ্গা এলাকায়। মৃতের ভাই পিন্টু রহমান বলেন,"শনিবার সকালে তাঁর দাদা সাগরদিঘি থানার হরহরি এলাকা থেকে কয়েকজন যাত্রীকে নিজের স্করপিও গাড়ি করে বীরভূমের নলহাটিতে পৌঁছাতে যায়। কিন্তু তারপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ ছিল। এরপর রাতের বেলায় জানা যায় তাঁর গাড়িটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে।" এরপরই রমজানের পরিবারের সদস্যরা দ্রুত ওই এলাকায় পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান গাড়ির মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে রমজান। দ্রুত তাকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাগরদিঘি থানা সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যুবকের বাজারে বহু দেনা ছিল। এর পাশাপাশি সাংসারিক জীবনেও বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল।" স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখছে রমজান নলহাটিতে যাত্রীদেরকে নামিয়ে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ফাঁকা জায়গাতে নিজের গাড়িটি দাঁড় করায়। এরপর চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। পুলিশ আরও জানিয়েছে, রমজানের দেহটি উদ্ধার করার সময় গাড়ির দরজা খোলা ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)