• জাঁকিয়ে শীত গোটা বাংলায়
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকেই জাঁকিয়ে শীত গোটা বাংলায়। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পশ্চিমের জেলাগুলিও। কুয়াশায় ঢাকা উত্তরের জেলাও। ঘন কুয়াশায় ঢাকা ডুয়ার্স, দিনভর কনকনে শীত কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিগত দুদিনে রাতের তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। পৌষ সংক্রান্তির আগে কলকাতার পারা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির কাছে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির ঘরে। রাত পোহালেই মকর স্নান। আগামী ৪ থেকে ৫ দিন শীতের এই দাপট থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমান ৪৪ থেকে ৯৬ শতাংশ। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের বিভিন্ন স্থানেও হতে পারে তুষারপাত। 
  • Link to this news (আজকাল)