• তরুণ যশস্বী-শিবমের বিক্রমে আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানদের বিরুদ্ধে টানা ছয় ম্যাচে জয়। এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ পকেটে পুরল ভারত। রবিবার ইন্দোরে ৬ উইকেটে জিতলেন রোহিতরা। প্রথমে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ২৬ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে ১৫.৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ব্যাক টু ব্যাক অর্ধশতরান শিবম দুবের। ঝোড়ো ইনিংসে ৩২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। ইনিংসে রয়েছে ৪টি ছয়, ৫টি চার। প্রথম ম্যাচে সুযোগ পাননি। এদিন দলে ফিরেই দুর্দান্ত যশস্বী জয়েসওয়াল। ৬টি ছক্কা, ৫টি চারের সাহায্যে ৩৪ বলে ৬৮ রান করেন বাঁ হাতি ওপেনার। দু"জনের যুগলবন্দিতেই তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। আবার ব্যর্থ রোহিত। এদিন প্রথম বলেই বোল্ড হন। বিরাট কোহলি শুরুটা ভাল করলেও ১৬ বলে ২৯ রানে ফেরেন। তবে টি-২০ বিশ্বকাপের আগে যশস্বী এবং শিবমের ফর্ম স্বস্তি দেবে ম্যানেজমেন্টকে।এদিন টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান রোহিত। গুলবাদিন নায়েব ছাড়া আফগানদের টপ অর্ডার ব্যর্থ। গুরবাজ (১৪), জাদরানের (৮) ওপেনিং জুটি রান পায়নি। ৬০ রানের মধ্যে ৩ উইকেট হারায় আফগানিস্তান। শেষদিকে গুরুত্বপুর্ণ রান যোগ করেন নাজিবুল্লা জাদরান (২৩), করিম জানাত (২০), মুজিব উর রহমান (২১)। ২০ ওভারে ১৭২ রানে শেষ করে আফগানিস্তান। ৩ উইকেট নেন অর্শদীপ সিং। জোড়া উইকেট রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেলের। এদিন কোনও উইকেট পাননি বাংলার মুকেশ কুমার। কিন্তু রশিদ খানের অনুপস্থিতিতে এত কম রানে ভারতকে আটকে রাখা সম্ভব ছিল না আফগান বোলারদের। 
  • Link to this news (আজকাল)