• কিউআর কোডের মাধ্যমে গঙ্গাসাগরের তথ্য তীর্থযাত্রীদের হাতের মুঠোয় ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: গঙ্গাসাগর মেলা ২০২৪-এ একাধিক নতুন সংযোজন রাজ্য প্রশাসনের। পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। কিউ আর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যেকোনও তথ্য এখন তীর্থযাত্রীদের হাতের মুঠোয়। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, সন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সারণি, পার্কিং সংক্রান্ত যাবতীয় সব তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাবে এই কিউআর কোডের মাধ্যমে।অন্যদিকে আরও একটি নতুন সংযোজন হলো পুশ এসএমএস এলার্ট অর্থাৎ এসএমএসের মাধ্যমে প্রশাসনের বার্তা কিংবা সতর্কীকরণ সহজেই পৌঁছে যাবে পূর্ণ্যার্থীদের কাছে। এখনও পর্যন্ত প্রায় কুড়ি লক্ষ মানুষের কাছে এই এসএমএস এলার্ট পৌঁছে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলা ২০২৪ -এ আধ্যাত্মিক আলোচনার জন্য আয়োজিত হয়েছে সাগর প্রবচন। ১১ই জানুয়ারি শুভ সূচনা হয় এই সাগর প্রবচনের। অনুষ্ঠানের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং দেশ-বিদেশের ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই সাগর প্রবচনে। সকল পুণ্যার্থীর জন্য সাগর তটে এবছর আয়োজন করা হয়েছে সাগর আরতির। সাগর আরতি দেখার জন্য পুণ্যার্থীরা প্রতিদিন সন্ধে ছটা থেকে এসে সাগর তটে ভিড় জমাচ্ছেন।
  • Link to this news (আজকাল)