• অ্যান্টিবায়োটিকের লাগামছাড়া ব্যবহার রুখতে নয়া নির্দেশিকা রাজ্যের...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সামান্য সংক্রমণ হলেই বিকোচ্ছে দেদার অ্যান্টিবায়োটিক। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুড়ি- মুড়কির মত অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সাধারণ মানুষ। অ্যান্টিবায়োটিকের এই লাগামছাড়া ব্যবহার রুখতে এবার নির্দেশিকা জারি করল রাজ্য। নির্দেশিকায় বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক কখন, কোথায়, কীভাবে ব্যবহার হবে সব নির্দেশই দেওয়া হয়েছে। বেশ কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। বলা হয়েছে, এই সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে লিখিতভাবে কারণ জানাতে হবে। বলা হয়েছে, কোলিস্টিন, ডরিগেনেম, ডয়ন্টোমাইসিন, অভিব্যাকটাম প্রভৃতি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে কারণ লিখতে হবে চিকিৎসককে। রাজ্যের গাইডলাইনে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আন্ডার সার্ভেইলেন্স বা নজরদারির আওতাধীন, লিমিটেড অ্যাক্সেস বা সীমিত ব্যবহারের এবং রেস্ট্রিকটেড ইউজ বা নিয়ন্ত্রিত ব্যবহারের।
  • Link to this news (আজকাল)