• ঠান্ডায় ফাটল রেল লাইনে, ব্যাহত ট্রেন চলাচল
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: অতিরিক্ত ঠান্ডায় বিপত্তি। রেল লাইনে ফাটল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মানকুন্ডু স্টেশনে। রবিবার সকাল নটা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পড়ে। খবর পাওয়া মাত্রই রেল লাইন মেন্টেনেন্সের কর্মীরা এসে কাজ শুরু করেন। এর ফলে সাময়িক ব্যাহত হয় হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। তবুও দু নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু রাখা হয়। কিছুক্ষন টানা কাজ চালিয়ে ফাটল সায়মিক মেরামত করে চালু হয় ট্রেন চলাচল। তবে ত্রিশ কিমি গতিবেগ নির্ধারণ করে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে। রেল কর্মীরা জানিয়েছেন ফাটল ধরা ট্র্যাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঠান্ডার সময় লোহার ট্র্যাকে টান পরে, তাই অনেক সময়েই লাইনে ফাটল ধরে। কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল। রেল কর্মী সুকদেব মন্ডল বলেছেন, লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। ট্রেন চলাচল স্বাভাবিক করতে লাইনের দুপাশে ইমারজেন্সি প্লেট লাগানো হয়। আপাতত ট্রেন ধীর গতিতে চলাচল করছে। স্থায়ী ভাবে যখন ট্র্যাক পাল্টানো হবে। সেই কাজ যখন হবে তখন ডাউন লাইন ব্লক করে রাখা হবে।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)