• কুয়াশা মোড়া পৌষ সংক্রান্তি, বৃষ্টির পূর্বাভাস মাঘে
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছুটা দেরিতে হলেও বঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। পৌষ সংক্রান্তির সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া শহর এবং শহরতলি। তার মাঝেই চলছে মকর ডুব। কুয়াশার কারণে ব্যাহত বিমান পরিষেবা। ট্রেন চলাচলও বিঘ্ন হয়েছে। সোমবার, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর কুয়াশার চাদর মোড়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া অফিস একই সঙ্গে জানিয়েছে, শীতের স্পেল বেশি দিনের নয়। পৌষ পেরিয়ে মাঘ এলেই বদল হবে আবহাওয়ায়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতে নামবে বৃষ্টি। মঙ্গলবারেই রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির দাপট বাড়বে বুধবার। বুধবার থেকে শুক্রবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টির সমাভবনা জারি হয়েছে উত্তরের জেলাগুলিতেও।
  • Link to this news (আজকাল)