• নির্বাচনের আগে জনপ্রিয়তা বেড়েছে ট্রাম্পের, সমর্থন কমল বাইডেনের...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি, গাজায় ইজরায়েলি আগ্রাসনে সমর্থন করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফলে ২০২৪ সালের নির্বাচনে বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান না অনেকেই। অন্যদিকে, রিপাবলিকানদের ৭৫ শতাংশই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার পক্ষে। সমীক্ষার ফলাফল বলছে, ১৫ বছরের মধ্যে প্রেসিডেন্ট থাকা আবস্থায় দলীয় সমর্থনের বিবেচনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছেন বাইডেন। মহিলাদের মধ্যেও জনপ্রিয়তা কমেছে বাইডেনের। ২০২০ সালে বাইডেনের পক্ষে ছিলেন ৫৭ শতাংশ মহিলা। বর্তমানে সেই সংখ্যা ৩১ শতাংশে ঠেকেছে। বাইডেনের সমর্থন থেকে সরে গিয়েছে কৃষ্ণাঙ্গ এবং মুসলিম ভোটাররাও।
  • Link to this news (আজকাল)