• পাকিস্তানে এক ডজন ডিমের দাম ৪০০ টাকা
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের প্রায় নাজেহাল অবস্থা। দেশটির লাহোর শহরে এক ডজন দিমের দাম ৪০০ টাকাতে পৌঁছেছে। এছাড়া লাহোরে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। যদিও সরকার পেঁয়াজের দাম কেজি প্রতি ১৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল। রবিবার (১৪ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পণ্যের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের ব্যর্থতার কারণে সেখানে মাত্র ১২টি ডিমের দাম ৪০০ টাকাতে স্পর্শ করেছে। এছাড়া লাহোরে এক কেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ টাকাতে।ডিসেম্বরে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল।
  • Link to this news (আজকাল)