• লোকসভায় একলা লড়বে বিএসপি, তবে ভোট-পরবর্তী জোটের সম্ভাবনাও খুলে রাখলেন মায়াবতী...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই মুহূর্তে জোর গুঞ্জন জোট নিয়ে। বিজেপি বিরোধী একগুচ্ছ রাজনৈতিক দল ইন্ডিয়া জোট নামে এক ছাতার তলায় ভোট লড়ার কথা ঘোষণা করেছে আগেই। নজর ছিল বিএসপির দিকে। সোমবার মায়াবতী সাফ জানিয়ে দিলেন, লোকসভা ভোটে একলা চলো নীতি গ্রহণ করেছে তাঁর দল। অর্থাৎ কোনও জোট নয়, একক ভাবে লড়াই করবে বহুজন সমাজ পার্টি। নিজের জন্মদিনে মায়াবতী ঘোষণা করেন, "বিএসপি কোনও দলের সঙ্গে জোটে যাচ্ছে না।" তবে ভোট পরবর্তী জোট সম্পর্কে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, একদিকে জোটের পথ বন্ধ করলেও অপর দিকে জোটের দরজা খুলে রাখলেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জবাবে মায়াবতী বলেছেন, এর আগে যখনই বিএসপি অন্য দলের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের কথা ভেবেছে, তখনই তাদের লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাঁর দাবি, জোট হলে ভোট মূলত জোটের শরিক দলের দিকে চলে যায়। সেই কারণেই তাঁর দল এই লোকসভা ভোটে একক লড়বে। ভোট পরবর্তী পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)