• রামমন্দিরের উদ্বোধন, ২২ জানুয়ারি পাঁচটি রাজ্যে থাকছে ড্রাই ডে...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রামমন্দির উদ্বোধনের দিন দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হোক। রাজ্য সরকারগুলিকে এমনই অনুরোধ জানিয়েছিল রাজ্য। অন্যদিকে, আগামী ২২ জানুয়ারি পাঁচটি রাজ্যে ঘোষণা করা হল ড্রাই ডে। সবকটিই বিজেপি শাসিত রাজ্য। এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ছত্তিশগড়, এবং উত্তরাখণ্ড। অনুমান করা হচ্ছে, উদ্বোধনের আগে আরও বেশ কয়েকটি রাজ্যে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা হয়েছে আগামী ২২ জানুয়ারি। সোমবার উত্তরপ্রদেশের সরকার জানিয়েছে, মন্দির উদ্বোধনের দিন রাজ্যের সমস্ত অফিস ছুটি থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যের সমস্ত স্কুল, সরকারি অফিস ওই দিন ছুটি থাকবে। এছাড়াও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। তবে অন্যান্য রাজ্যগুলিতে সরকারি ছুটি ঘোষণা নিয়ে এখনও সংশয় কাটেনি। রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে সমস্ত রাজ্যেই সরকারি ছুটি দেওয়ার ঘোষণা করবে কিনা কেন্দ্রীয় সরকার তা নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।
  • Link to this news (আজকাল)