• উড়ানে বিলম্ব ১৩ ঘন্টা, বিমানের পাইলটকে মারধর যাত্রীর
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার কারণে ট্রেন, বিমান পরিষেবা ব্যাহত নানা জায়গায়। তার মাঝেই ঘটেছে বিপত্তি। বিমান উড়ানে বিলম্ব হওয়ায় পাইলটকে মারধর করেছেন যাত্রী। কী ঘটেছিল? জানা গিয়েছে পাইলট উড়ানের বিলম্বের কথা জানানোর পর আচমকা এক যাত্রী তাঁকে মারধর করেন। ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, অই পাইলটকে মারধর করছেন যাত্রী। ইতিমদহ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। পাইলট যাত্রীর নামে একটি অভিযোগও দায়ের করেছেন। ঘন কুয়াশায় দিল্লিতে বিমান পরিসেবা বিপর্যস্ত, দেড় শতাধিক উড়ানের যাত্রা বিঘ্নিতরাজধানী দিল্লিতে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান পরিষেবার ওপর বিশেষপ্রভাব পড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর সুত্রে খবর, সোমবার উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৬৮টি উড়ান ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি।দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন। অন্যদিকে বরাবরের মতো দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব। একই ধরনের কুয়াশার কারণে রবিবার দিল্লিতে ফ্লাইট ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা ছিল শূন্য। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। এর আগে শুক্রবার শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (আজকাল)