• শীতলতম দিন, ৩.৩ ডিগ্রিতে ঘুম ভাঙল দিল্লিবাসীর
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সিজনের শীতলতম ভোরের রেকর্ড গড়ল দিল্লি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি। তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে কঠোর আবহাওয়া গত কয়েকদিন ধরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। রবিবার, দিল্লির সাফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং লোধি রোডে ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকেই দিল্লিতে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে। সোমবার সকালেও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০০টি বিমান ছাড়তে দেরি হয়েছে। আটকে পড়েছেন যাত্রীরা। মৌসম ভবন জানিয়েছে, বিমানবন্দর এবং রাজধানী জুড়ে বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল শূন্যের কাছাকাছি। 
  • Link to this news (আজকাল)