• শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে হস্তক্ষেপ করতে পারেন শাহ, ইঙ্গিত সুকান্ত মজুমদারের ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত শেখ শাহাজান এখনও অধরা। তবে কেন্দ্রের তদন্তকারীদের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান দ্রুত গ্রেপ্তার না হলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারে বলে সোমবার ইঙ্গিত দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মুর্শিদাবাদের লালগোলায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুকান্ত মজুমদার বলেন, "বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি সেদিন ইডি আধিকারিকেরা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল। তবে কোনও ব্যক্তির বাড়িতে তল্লাশি করতে যাওয়া মানেই কিন্তু তাকে গ্রেপ্তার করা নয়।" বিজেপি রাজ্য সভাপতি বলেন, "রাজ্য পুলিশের উপর নির্ভর করছে ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহাজাহান কবে গ্রেপ্তার হবে। তবে রাজ্য সরকার শেখ শাহাজাহানকে ধরতে না পারলে কেন্দ্রের গৃহ মন্ত্রককে হস্তক্ষেপ করতে হবে।" 
  • Link to this news (আজকাল)