• মকর সংক্রান্তিতে অজয়ের জলে পুণ্যস্নান
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৪০০ বছরের প্রাচীন মেলা, বছরের এই বিশেষ সময়ে তাতে ভিড় জমায় দূর দূরান্তের মানুষ। বীরভূমের কেঁদুলিতে রবিবার শুরু হয়েছে জয়দেবের বাউল মেলা। চলবে ১৮ ই জানুয়ারি পর্যন্ত। রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা। দূরদূরান্ত থেকে আগত সাধু–সন্ন্যাসী ও পুন্যার্থীরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নিচে সারারাত কাটিয়ে সোমবার অজয় নদের জলে পুণ্যস্নান সারেন। ভোর থেকেই ভরে ওঠে অজয়ের ঘাটগুলি। প্রতি বছর এই বিশেষ সময়ে বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটে জয়দেবের মেলায়। এবছর মেলায় ২০০-র বেশি বাউল কীর্তনের আখড়া তৈরি হয়েছে। প্রায় ৬০০ দোকান বসেছে মেলা জুড়ে। জয়দেব মেলায় ভিড় বাড়তে পারে, তা অনুমান করেই ইলামবাজার থানার পুলিশ, গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। জয়দেব-কেঁদুলিতে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
  • Link to this news (আজকাল)